তিতাস গ্যাসের নতুন কূপ খনন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫):
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র নতুন একটি কূপ খনন কাজ শুরু করা হয়েছে । বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সংশ্লিষ্টরা আশা করছেন, ২৮ নম্বর কূপের খনন শেষে প্রতিদিন অন্তত ১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।
সোমবার (১৫ই ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ লোকেশনে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পেট্রোবাংলা জানিয়েছে, ২০১২ সালে তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ লোকেশনে জরিপ চালানো হয়। জরিপ প্রতিবেদন পুনর্মূল্যায়নের পর ২০২০ সালে তিনটি নতুন কূপ খননের সিদ্ধান্ত নেয়া হয়।
একই প্রকল্পের আওতায় গাজীপুরের কামতায় একটি কূপ খনন করা হবে।
তিতাস ও কামতায় চারটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা।
চারটি কূপ থেকে দৈনিক প্রায় ৫ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিজিএফসিএল এর সাথে চীনের ঠিকাদার প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।
তিতাস-২৮ নম্বর কূপটি লোকেশন ‘সি’ থেকে প্রায় তিন হাজার ৬৩৬ মিটার গভীরতায় ডিরেকশনালি খনন করা হবে। কূপটির খনন ও আনুষঙ্গিক কাজ শেষ হতে অন্তত ১১০ দিন সময় লাগতে পারে।
খনন উদ্বোধনীতে পেট্রোবাংলার (বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন) পরিচালক প্রকৌশলী মো. শোয়েব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন।
তিতাস-৩১ ও বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নম্বর গভীর কূপ খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।