ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে: দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন
আগামী ১৬ই ডিসেম্বর ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে একশ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হবে। দুই দেশের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন।
ভারতে শেষ হওয়া দুদিনের দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে এবিষয় আলোচনা হয়েছে।
বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউস এতথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এবং ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার সিনহা নেতৃত্ব দেন।
ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ্আনতে ৪৭ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন কাজ প্রায় শেষ হয়েছে। ১৬ই ডিসেম্বরের আগেই প্রযুক্তিগত সকল কাজ শেষ করা হবে।