ত্রৈমাসিক পর্যালোচনা: জ্বালানী শক্তির সূচক

১. মৌলিক জ্বালানী

অপরিশোধিত জ্বালানী তেলের আমদানি গত বছরের তুলনায় এ বছর ডিসেম্বর মাসে ৫.৯% ও জানুয়ারিতে ৪১৬% বেড়েছে; নভেম্বরে ১.৯২% কমেছে। পেট্রোলিয়াম পণ্য আমদানির পরিবর্তনে বৃদ্ধি দেখা গেছে নভেম্বর মাসে, তবে সেটি পরবর্তী ডিসেম্বর ও জানুয়ারি মাসে কমেছে।

২০১৪ এর নভেম্বর মাস থেকে ২০১৫ এর জানুয়ারী মাস পর্যন্ত গ্যাস উৎপাদনে বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বাংলাদেশে ২০১৪-১৫ অর্থবছরে গ্যাস উৎপাদনে  সেভ্রন কম্পানির অংশ ছিল ৪৯ শতাংশ।
২০১৪ এর নভেম্বর মাসে কয়লা উৎপাদন পুনরারম্ভ হওয়ার পর, নভেম্বরে ৪৮৩৮৫ মেট্রিক টন থেকে বেড়ে ডিসেম্বরে হয় ১৪০৮৩২ মেট্রিক টন।

shitu 5

২. বিদ্যুৎ
জালানী মিশ্রণ
জানুয়ারি ২০১৫ থেকে এপ্রিল ২০১৫ পর্যন্ত স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার শতকরা হারঃ
•    গ্যাস ভিত্তিক উৎপাদনের ক্ষমতা ৬৫% থেকে ৬৭% বৃদ্ধি পেয়েছে, এবং বিদ্যুৎ আমদানির শতকরা হার অপরিবর্তিত রয়েছে।
•    জল, কয়লা থেকে উৎপাদনের শতকরা হার অপরিবর্তিত রয়েছে, এবং ডিজেল থেকে উৎপাদনের শতকরা হার ১% কমেছে।
জানুয়ারি ২০১৫ থেকে মালিকভিত্তিক উৎপাদন ক্ষমতার শতকরা হারঃ
•    আইপিপি-সমূহের ক্ষমতা ১% কমেছে
•    ৩/৪ বছরের চুক্তির অধিীনে আর এন্ড কিউয়ারপিপি-সমূহের ক্ষমতা কমেছে ১৮% থেকে ১৬%।
•    অন্যান্য সমূহের ক্ষমতা বেড়েছে ৯ থেকে ১০ শতাংশ।
•    বিপিদিপির ভাগ বেড়েছে ৩৯ থেকে ৪০ শতাংশ।

shitu 6

বিদ্যুৎ উৎপাদন, চাহিদা, লোডসেড এবং চালু উৎপাদন কেন্দ্র সংখ্যা

•    নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের সাথে, চালু উৎপাদন কেন্দ্রের সংখ্যা ফেব্রুয়ারি, ২০১৫ তে বেড়েছে, তবে জ্বালানীর ঘাটতি ও রক্ষনবিক্ষনে সমস্যার কারনে গত বছরের একই সময়ের তুলনায়ে এর সংখ্যা কমেছে।
•    এই তিন মাসে কোন লোডসেড হয়নি জেহুতু চাহিদা ও উৎপাদন তিন মাস ধরে সমান ছিল।
৩. নবায়নযোগ্য জ্বালানী শক্তি
জানুয়ারি থেকে মার্চ ২০১৫ পর্যন্ত মাসিক এসএইচএস স্থাপনা গত বছরের একই সময়ের তুলনায়ে কমেছে।
জৈবগ্যাসের মাসিক স্থাপনার পরিমাণ গত বছরের তুলনায়ে এ বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সামান্য কমেছে,
তবে মার্চে তুলনামুলকভাবে বেশ খানিকটা বেড়েছে।