দাম বাড়ল এলপিজির

নিজস্ব প্রতিবেদক:
বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২রা জানুয়ারি) নতুন দাম ঘোষণা করা হয়। ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০৪ টাকা।

প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহার করা অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সা, যা গত মাসে ছিল ৬৪ টাকা ৪৩ পয়সা।

আমদানি খরচ এবং ডলারের দাম বাড়ায় স্থানীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমীন। দাম ঘোষণার সময় অন্য দুজন সদস্য উপস্থিত ছিলেন।