দুই বছর পর শিল্পে গ্যাস: সৌভাগ্যবান ৩৫৫ কারখানা

প্রায় দুই বছর পর আবারও শিল্পে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। নতুন করে আবার ৩৫৫টি শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ১৯৩টি নতুন শিল্প কারখানায় সংযোগ দেয়া হবে। বাকী ১৬২টির চাহিদা বাড়ানো হয়েছে। এজন্য শিল্পে আরও ১০ কোটি ঘনফুট গ্যাস বেশি সরবরাহ করা হবে।
শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম এর নেতৃত্ব উচ্চপর্যায়ের একটি কমিটি আছে। সেই কমিটি গতকাল বৃহস্পতিবার অপেক্ষায় থাকা শিল্প কারখানায় গ্যাস দেয়ার অনুমোদন দিয়েছে। এখন স্ব স্ব কোম্পানি তাদের নিয়ম শেষ করে সংযোগ দেবে।
এ বিষয়ে ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, গ্যাস ব্যবহারে শিল্পকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। শিল্পে গ্যাস সংযোগ বন্ধ ছিল। এজন্য বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদনের পাহাড় জমে গিয়েছিল। অনেক শিল্প কারখানা গ্যাসের অভাবে চালু করতে পারছিল না। গ্যাস সংকটের কারণে এতদিন সংযোগ বন্ধ ছিল। এবার যাচাই বাছাই করে ৩৫৫টি কারখানার জন্য গ্যাস দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এতে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
গ্যাস সংকটের কারণে সরকার এতদিন শিল্পে গ্যাস সংযোগ বন্ধ রেখেছিল। আবাসিকে আর গ্যাস দেয়া হবে না বলে জানানো হয়েছে। এমনকি গ্যাসের চাহিদা বাড়ানোও বন্ধ ছিল।
২০১৩ সালের ডিসেম্বরের পর আর নতুন কোন সংযোগ ও  চাহিদা বাড়ানো হয়নি।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলোতে কয়েক হাজার আবেদন জমা আছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রায় এক হাজার শিল্পে গ্যাস সংযোগ দেয়ার জন্য তালিকা করা হয়। এই তালিকা থেকেই নতুন সংযোগ দেয়া হল।
আবেদনের ক্রম অনুযায়ি সংযোগ দেয়া হবে। তবে এই সুযোগ কেবল বয়লার ব্যবহারকারী শিল্প কারখানার জন্য। ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনও প্রতিষ্ঠানে সংযোগ দেয়া হবে না বা চাহিদা বাড়ানো হবে না।
২০১৩ সালের ১৭ ডিসেম্বর এক দিনে ৮২টি শিল্পে গ্যাস সংযোগ দেয়ার অনুমোতি দিয়েছিল এই কমিটি।