দুই বছরের মধ্যে এলএনজি আমদানি শুরু হবে
আগামী দুই বছরের মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হবে। প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হবে। এজন্য ভাসমান টার্মিনাল স্থাপন করা হচ্ছে। এই টার্মিনাল ব্যবহার করতে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাসের জন্য ৪১ সেন্ট খরচ হবে। এরসাথে অন্য সেবা খরচ যোগ হবে ছয় সেন্ট। মোট লাগবে ৪৭ সেন্ট। এক্সিলারেট এনার্জি লিমিটেড পার্টানারশিপ এই টার্মিনাল স্থাপন করবে।
এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস)টার্মিনাল ব্যবহারের জন্য এক্সিলারেট এনার্জি লিমিটেডের সাথে পেট্রোবাংলা বুধবার পেট্রোসেন্টারে প্রাথমিক চুক্তি করেছে। চুক্তির আওতায় আগামী নয় মাসের মধ্যে সকল সমীক্ষা শেষ করা হবে। নয় মাস পর চূড়ান্ত চুক্তি হবে। চূড়ান্ত চুক্তি হওয়ার ১৬ মাসের মধ্যে টার্মিনাল স্থাপন শেষ হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমদ, এলএনজি সেল প্রধান কামরুজ্জামান, এক্সিলারেটর পরিচালক শ্যাম্পু শুভিসারি, আইএফসি এর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ফাইভ ক্যালিভারসহ অন্যরা।
অনুষ্ঠানে তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, উচ্চমূল্যের যে গ্যাস আমদানি করা হচ্ছে তা পুশিয়ে নিতে এর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। শিল্প ও বাণিজ্যে সাশ্রয়ীভাবে গ্যাস ব্যবহার করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চ্যালেঞ্জ বাড়বে। তা মোকাবেলায় নতুন উপায় বের করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংরাদেশে বিভিন্ন ধরণের জ্বালানি ব্যবহারের যুগে ঢুকতে যাচ্ছে। ভবিষ্যতে চাহিদা আরও বাড়বে। সেই চাহিদা কীভাবে মেটাতে হবে তা এখনই ভাবতে হবে।
চুক্তি অনুযায়ি, এক্সিলেটর বাংলাদেশের সমুদ্রে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করবে। বাংলাদেশ এই টার্মিনাল ব্যবহারের জন্য ভাড়া দেবে। এই টার্মিনালে এক লাখ ৩৮ হাজার ঘনমিটার গ্যাস ধরবে। তরল গ্যাস এনে তা টার্মিনালের মধ্যেমে স্বাভাবিক তাপমাত্রার গ্যাস করে পাইপে করে সরবরাহ করা হবে। বিশ্ববাজারে যখন যে দাম থাকবে সেই দামে কেনা হবে। টার্মিনাল ব্যবহারের জন্য প্রতিবছর পেট্রোবাংলাকে আট কোটি ৬৫ লাখ ডলার দিতে হবে। প্রতিদিন টার্মিনাল ভাড়া দেয়া লাগবে এক লাখ ৫৯ হাজার ১৮৬ ডলার। টার্মিনাল পরিচালনার জন্য প্রতিদিন দেয়া লাগবে ৪৫ হাজার ৮১৪ ডলার। এছাড়া অন্যান্য খরচ দিতে হবে ৩২ হাজার ডলার।