দুই বিদ্যুৎকেন্দ্র চালুর অনুমতি পেল সামিট
নিজস্ব প্রতিবেদক:
সামিট পাওয়ারের দুই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আবার শুরুর সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
ডিএসইর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানায়, সামিট পাওয়ারের প্রতিষ্ঠান ১৩.৫ মেগাওয়াটের চান্দিনা পাওয়ার প্লান্ট (ইউনিট-২) ১৫ই নভেম্বর থেকে এবং মাধবদী পাওয়ার প্লান্ট (ইউনিট-২) ১৬ই ডিসেম্বর থেকে বন্ধ ছিল।
বিদ্যুৎ কেন্দ্র দুইটির উৎপাদন ৭ই ফেব্রুয়ারি থেকে চালু করতে সম্মতি দিয়েছে বিআরইবি।
এখন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সাথে শুল্ক এবং নবায়ন হওয়ার পর বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছে।