দুই মাসের মধ্যে রামপালে বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মূল কাজ শুরু হবে। বাংলাদেশ ও ভারতের দুই বিদ্যুৎ সচিব রামপাল এলাকা পরিদর্শন করে একথা বলেছেন।
আজ বুধবার দুপুরে রামপালের মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্ট এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ ও ভারতের একটি প্রতিনিধিদল।
ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার পূজারী, বাংলাদেশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিপি) চেয়ারম্যান শামসুল হাসান মিঞা, ভারতের এনটিপিসি’র চেয়ারম্যান গুরদীপ সিং, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসি) ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কান্তি ভট্টাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।
সেখানে সাংবাদিকদের বাংলাদেশের বিদ্যুৎ সচিব বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রের কারণে সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হবে না। ভারতের বিদ্যুৎ সচিব বলেন, ভারতের দুটি অভিজ্ঞতাসম্পন্ন এবং দক্ষ কোম্পানি এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করবে। বিদ্যুকেন্দ্রের পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে। নির্দিষ্ট সময়ে এর কাজ শেষ হবে।
গতকাল রামপালের স্থানীয় জনগণের জন্য সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন ভারতের বিদ্যুৎ সচিব এবং কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তারা প্রকল্প এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা লাগান।
উদ্বোধনের সময় উজ্জল কান্তি ভট্টাচার্য বলেন, এ কেন্দ্র স্থাপনের পর প্রতি বছর পায় ৩০ কোটি টাকা স্থানীয়দের উন্নয়নে তহবিল আকারে রাখা হবে। বিদ্যুৎ উন্নয়ন তহবিল হিসেবে এ টাকা জমা থাকবে।