দু–এক দিনে গ্যাস সরবরাহ উন্নতি হবে বললেন নসরুল
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দু–এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ উন্নতি হবে।
রোববার (২১শে জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, চট্টগ্রামসহ কিছু এলাকায় গ্যাসের যে সংকট তা সাময়িক। মহেশখালীতে দু’টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে ভাসমান টার্মিনাল ২টির একটি সাময়িক বন্ধ হয়ে যায়। আরেকটি তখন নিয়মিত রক্ষণাবেক্ষণে ছিল। যে কারণে এই সংকট। বর্তমানে দু’টিই চালু হয়েছে। দু-একদিনের মধ্যে গ্যাস সরবরাহ উন্নতি হবে।
বর্তমানে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। সরবরাহ হচ্ছে গড়ে প্রায় ৩২০ কোটি ঘনফুট।
গ্যাসের উৎপাদন বাড়ছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সরকার যেভাবে ২০২১ সালে শতভাগ বিদ্যুতায়ন করেছে, তেমনি ২০২৬ সালের মধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ২০২৬ সালের মধ্যে দৈনিক চাহিদা হবে ৬শ কোটি ঘনফুট। সেভাবেই প্রস্তুতি রয়েছে।