৭৪ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশের ৭৪ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ২০২১ সাল নাগাদ সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে।
রবিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৬ কোটি মধ্যে ১২ কোটি মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ডিজেলের আমদানি মূল্য ৫০ দশমিক ৬৭ টাকা আর বিক্রয়মূল্য ৬৮ টাকা; কেরোসিনের আমদানি মূল্য ৫১ দশমিক শূন্য ৪ টাকা আর বিক্রয়মূল্য ৬৮ টাকা; অকটেনের আমদানি মূল্য ৬৮ দশমিক ৬৯ টাকা আর বিক্রয় মূল্য ৯৯ টাকা; ফার্নেস অয়েলের আমদানি মূল্য ৩৮ দশমিক ৪৪ টাকা আর বিক্রয়মূল্য ৬০ টাকা এবং জেট এ-১ এর আমদানি মূল্য ৫০ দশমিক ৬১ টাকা আর বিক্রয়মূল্য ৬৭ টাকা।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে গ্যাসের বার্ষিক চাহিদা এক হাজার ৭৬ বিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দৈনিক উৎপাদন ২৭০০ মিলিয়ন ঘনফুটের মতো।বর্তমানে প্রতি হাজার ঘনফুট গ্যাসের বিক্রয়মূল্য ১৯২ টাকা। গ্যাসের চাহিদা মেটাতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমতুল্য এলএনজি আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। ২০১৭ সাল নাগাদ এই এলএনজি জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।
তিনি বলেন, গ্যাসের উৎপাদান ও সরবরাহ বাড়ানোর জন্য ২০২১ সাল নাগাদ ১৮টি উন্নয়ন কূপ, ১১টি ওয়ার্কওভার কূপ এবং ১৬টি অনুসন্ধান কূপ খনন করা হবে।