দেশে সৌরবিদ্যুৎ সুবিধাসহ প্রথম খাদ্য গুদামের উদ্বোধন
বগুড়ার সান্তাহারে বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ সুবিধাসহ বহুতল খাদ্য গুদামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর্দ্রতা নিয়ন্ত্রক এই খাদ্য গুদামের ধারনক্ষমতা ২৫ হাজার মেট্রিক টন। সব ধরনের খাদ্যশস্যই সেখানে সংরক্ষণ করা সম্ভব বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
এ প্রকল্পসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপনে রোববার বেলা ১২টার কিছু আগে বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সান্তাহারে পৌঁছে প্রথমেই তিনি বহুতল শীতাতপ নিয়ন্ত্রিত ওয়্যারহাউজের উদ্বোধন করেন।
জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় উন্নত প্রযুক্তির চাল সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সড়ক ও রেলপথ অবকাঠামো বিবেচনা করে কৌশলগত স্থান হিসাবে নওগাঁ ও বগুড়ার মধ্যবর্তী সান্তাহারকে বেছে নেওয়া হয় এ প্রকল্পের জন্য।
প্রকল্প কর্মকর্তারা জানান, ২৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এই খাদ্যগুদাম নির্মাণের কাজ শুরু হয় ২০১৩ সালে। এর মধ্যে ১৫০ কোটি টাকার যোগান দেয় জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।