ধূমকেতুর বুকে মহাকাশযান
পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে একটি ধূমকেতুর বুকে অবতরণ করেছে মানুষের তৈরি একটি মহাকাশযান।ধূমকেতুর বুকে অবতরণ করল মহাকাশযান
ইনফোগ্রাফিক্স- বিবিসি বাংলা
ইউরোপের মহাশূন্য বিজ্ঞানীরা জানিয়েছে, তাদের কৃত্রিম উপগ্রহ রসেটা থেকে ফিলি নামে এই ল্যান্ডার বা অবতরণযানটি ইতিমধ্যেই ধূমকেতুর বুকে অবতরণ করেছে।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টার দিকে মহাকাশযানটি ধূমকেতুর বুকে অবতরণ করে জানিয়েছেন বিজ্ঞানীরা।
অবতরণ সফল হওয়ার ফলে মহাকাশ অভিযানের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।
বিজ্ঞানীরা মনে করছেন, ওই ধূমকেতুর বুকে যে বরফ আর ধুলোবালি রয়েছে তার বয়স ৪০০ কোটি বছর। এটির নমুনা থেকে সৌরজগত আর মহাবিশ্বের কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।
মহাকাশযানটির নিয়ন্ত্রণে থাকা বিজ্ঞানীরা বলছেন, যানটির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। শিগগিরই মহাকাশযানটি ছবি পাঠানো শুরু করবে বলেও আশা ব্যক্ত করেছেন তারা।