নওগাঁয় সোয়া ৩ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ
নওগাঁয় পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে তিন লাখ ২৫ হাজ্রা ৮৭৬ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে। পাঁচ হাজার ৪৩৭ দশমিক ৪৫ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে এই বিদ্যুৎ দেয়া হয়েছে।
এসব পরিবারের মোট সুবিধাভোগী জনগণের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৯৩০ জন। এই বিদ্যুৎ সরবরাহ করতে মোট খরচ হয়েছে ৮৫২ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।
নওগাঁ জেলা সদরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধ্যমে নওগাঁ সদর, নিয়ামতপুর, মান্দা, রানীনগর, আত্রাই ও বদলগাছি উপজেলায় এবং পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাধ্যমে পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা এবং মহাদেবপুর উপজেলায় গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. এনামুল হক প্রামানিক বলেন, এক হাজার ৭৮৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এ জন্য খরচ হয়েছে ২৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম সরকার জানিয়েছেন, ৩৬৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে।