নদীভাঙ্গন রোধে রংপুরে মিছিল
বন্যা ও নদীভাঙ্গন রোধে স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি গংগাচড়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, জেলানেতা পলাশ কান্তি নাগ, সংগঠক ডা. মনজুদার রহমান, ক্ষিতিশ চন্দ্র রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চলতি বন্যায় তিস্তা নদীর অববাহিকার অঞ্চলের অনেক পরিবার নদীভাঙ্গনের কারণে সর্বশান্ত হয়ে গেছে। অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি, শিক্ষা প্রতিষ্ঠান। এ অঞ্চলের ক্ষেতমজুর-দিনমজুরদের সারাবছর কাজ থাকে না।
তার উপর এবারের বন্যা ও নদীভাঙ্গনে এই ক্ষেতমজুর-দিনমজুররা একেবারেই কর্মহীন হয়ে পড়েছে। হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। বন্যায় আমন ধানের বীজতলাসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে।
সমাবেশের পর সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।