নদী রক্ষায় চারদফা দাবি

কলামিষ্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, নদী ভরাট করে শিল্প কারখানা গড়ে তোলা কোন সভ্য সমাজে না থাকলেও বাংলাদেশে ঘটছে। কিছু নদীখেকো দস্যুর কারণে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখে পড়ছে। সম্মিলিতভাবে এর প্রতিরোধ করতে হবে। নদীর শত্রুদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
বৃহস্পতিবার রাজধানির মুক্তিভবনে নাগরিক সংহতি’র এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। উপস্টি’ত ছিলেন বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, রিভারাইন পিপল এর সাধারণ সম্পাদক শেখ রোকনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে নদী রক্ষায় চারদফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে মেনে সীমানা পিলার স্থাপন করা, নদীর ভিতরের সকল স্থাপনা দ্রুত অপসারণ, প্রতিটি নদী রক্ষায় আলাদা আলাদা নদী কমিশন গঠন এবং নদী দূষণ ও দখল রোধে কার্যক্রম বাড়ানো।