নবায়নযোগ্য জ্বালানিতে ১০০ কোটি টাকা বরাদ্দ

বিডিনিউজ:

নবায়নযোগ্য জ্বালানির জন্য নতুন অর্থবছরে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিবেচনায় এর উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহিত করতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি।”

২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ থেকে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সৌর, পানি, বায়ু, বায়োগ্যাস ও বায়োমাস মিলিয়ে ৯৩৪.২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে।

এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট ৩০ হাজার ৩১৬ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে, যেখানে বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে এর পরিমাণ ২৮ হাজার ৩১৮ কোটি টাকা।

এবার বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ২৩০ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য এক হাজার ৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।