নাইকোর ঘুষ: মাহমুদুরকে কানাডার কর্মকর্তাদের জিজ্ঞাসা

সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা দৈনিক আমার দেশ পত্রিকর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কানাডার তদন্ত সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
মহানগর হাকিম রেজাউল ইসলামের উপস্থিতিতে বিকেল ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন ঢাকা সফররত কানাডীয় তদন্ত সংস্থার ছয় সদস্য।
২০০৫ সালের জানুয়ারিতে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের পর তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। ওই বছরের ১৮ জুন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলেন মোশাররফ হোসন।
মাহমুদুর রহমানের আইনজীবী বেলাল হোসেন জসিম বলেন, তার মক্কেল মোশারপ হোসেনের পর জ্বালানি উপদেষ্টার দায়িত্বে ছিলেন বলে কিছু তথ্য জানতেই ঢাকায় এসেছে কানাডার তদন্ত সংস্থার সদস্যরা। তবে জিজ্ঞাসাবাদের বিষয়টি আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন মাহমুদুরের আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া।
তিনি বলেন, মামলাটি হাই কোর্টে স্থগিত রয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি জানানো হয়নি।
সূত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোতি নিয়ে তাকে কানাডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছে।