নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতত্ব জরিপ বিভাগ বলছে, স্থানীয় সময় মধ্যরাতের পর (১১:০২ জিএমটি) ৭.৪ মাত্রার ঐ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দুরে।

২০১১ সালের এক ভূমিকম্পে ক্রাইস্টচার্চে এক ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়েছিলেন এবং শহরের কেন্দ্রস্থল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শহরটি।

ভূমিকম্পে তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দ্য হেরাল্ড পত্রিকা বলছে, দূরবর্তী শহর ওয়েলিংটনেও ভূমিকম্প টের পাওয়া গেছে। সেখানে সাইরেন বেজে ওঠার পর অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এসময় অনেককে কাঁদতে দেখা যায়।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, এখনো পর্যন্ত তারা সুনামির কোন সম্ভাবনা দেখছেন না।