নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও ৪/৫ বছর লাগবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। তবে সামনে চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি: অর্জন ও বাধা’ শীর্ষক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) যৌথভাবে এর আয়োজন করে। সভাপতিত্ব করেন এফইআরবি’র সভাপতি শামীম জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক নিশান নসরুল্লাহ।
নসরুল হামিদ বলেন, বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় এনেছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিদ্যুৎ বিভাগের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ সরবরাহ করা।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আমরা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে। মাতারবাড়ী থেকে বিদ্যুৎ আসবে। এই বিদ্যুৎকেন্দ্রগুলো গ্রিডে যুক্ত হলে অনেক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। অন্তত স্বল্প মেয়াদি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিলাম তার থেকে অনেক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।
টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও চার-পাঁচ বছর লেগে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা হবে না বলে তিনি জানান।