নিয়ম মেনেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র – নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিয়ম মেনেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ জ্বালানিখাতে অংশীদারিত্ব আরও বাড়বে। ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেয়া হচ্ছে। ২০১৭ সালের মধ্যে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হবে।
শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন।
ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর কাছে যৌথভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষাণা দেয়ার আহ্বান জানিয়ে ছিল তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে বলে দাবি করা হচ্ছে। তবে বিদ্যুৎ সংশ্লিষ্ঠরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে হবে বলে এতে পরিবেশের কোন ক্ষতি হবে না।
বাংলাদেশ ভারত যৌথ বিনিয়োগে বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র আহবান করা হয়েছে।