নেত্রকোনায় ট্রান্সফরমার বিস্ফোরণে তিনজন আহত
নেত্রকোনার আটপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরু মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বানিয়াজান ইউনিয়নের বিষ্ণুপুর বন্দেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-সুরুজ আলীর স্ত্রী মীনা আক্তার, মোসলেম উদ্দিনের স্ত্রী মজিদা আক্তার ও দুলাল মিয়ার ছেলে আজিজুল ইসলাম।
আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ ঘটনায় গ্রামের বিদ্যুৎ লাইনে আগুন ধরে ছয়টি বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায় ও ১৫টি পরিবারের বসতঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরুও মারা যায়।
খবর পেয়ে নেত্রকোনা থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, বিস্ফোরণ ও আগুন লাগার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ছোটাছুটি শুরু করে।বিকেল সোয়া ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন জানান, ট্রান্সফরমার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন দ্রুত মেরামত করা হবে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে নতুন মিটার সরবারহ করা হবে বলে জানান তিনি।