শাহজিবাজারে পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান
হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাস মজুদ থাকার কথা নিশ্চিত করেছে।
১৯৬৩ সালে শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়। কিন্তু ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি বের হলে বন্ধ করে দেয়া হয়।
প্রাথমিকভাবে ২৭৫ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) বা প্রায় পাঁচ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ আছে বলে জানানো হয়েছে।
সঞ্চালন লাইন মেরামত করে গ্যাস সরবরাহ শুরু করা হবে। দুই সপ্তাহের মধ্যে এই গ্যাস সরবরাহ সম্বভব হবে বলে জানা গেছে।