পল্লী বিদ্যুতে দমন পীড়ন অব্যাহত; পরিস্থিতি অস্থিতিশীল করছে আরইবি: অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে গঠিত জাতীয় কমিটির কাজ চলমান থাকায় পবিসের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করা সত্ত্বেও কর্মপরিবেশ স্থিতিশীল না করে
আরইবি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের দমন পীড়নের উদ্দেশ্যে স্ট্যান্ড রিলিজ, ওএসডি এবং দেশের বিভিন্ন প্রান্তে শাস্তিমূলক বদলি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়েছে।
পবিস এর কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারাবাহিকভাবে হামলা, মামলা, চাকরিচ্যুতি, স্ট্যান্ড রিলিজ, ওএসডি অব্যাহত রাখার পর ১৫ই ডিসেম্বর, ২০২৪ থেকে ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে নিজ জেলা থেকে গড়ে ৫০০-৬০০ কিলোমিটার মিটার দূরে বদলি করা হয়েছে। গত ২১শে জানুয়ারি ভোলা পবিসে আরইবি চেয়ারম্যান এর সাথে উন্মুক্ত মতবিনিময় সভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে ২৭শে জানুয়ারি দুই জন এবং ফেসবুক কমেন্ট, শেয়ারের জন্য ২৮শে জানুয়ারি পটুয়াখালী পবিসের এক জন মিটার রিডারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ক্ষমতার অপব্যবহার এবং অপপ্রয়োগের মাধ্যমে পল্লী বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করা এবং সরকারের পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে মর্মে প্রতীয়মান হচ্ছে বলে জানানো হয়েছে।
আরইবি’র এই কর্মকাণ্ড চলমান থাকলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আরইবির প্রতি বিক্ষুব্ধ হয়ে পুনরায় কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, ডিজিএম, জিএম পদে পদোন্নতিতে সিনিয়রিটি অনুসরণ না করে যোগ্য কর্মকর্তাকে বঞ্চিত করে পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আরইবি পবিসের অগণিত কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দমন পীড়ন করলেও আরইবির কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
আরইবি কর্তৃক পবিসের কর্মকর্তা-কর্মচারীদের উপর চলমান দমন পীড়ন ও শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ, পল্লী বিদ্যুৎ সংস্কারে সরকারের গঠিত কমিটির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মপরিবেশ স্থিতিশীল রাখতে দ্বৈতনীতি পরিহার করে, বিদ্যুৎ সিস্টেমকে টেকসই এবং গ্রাহকবান্ধব সিস্টেমে রূপান্তরের জন্য দ্রুত সময়ের মধ্যে কমিটির কার্যক্রম সম্পন্নের দাবি জানানো হয়েছে।