পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে নিহত ৩

পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চারজন।

পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোজ ভারিলা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বুধবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ঘূর্ণিঝড় হারিকেন ‘ওটটো’ আঘাত হানে। বুধবার সেটি নিকারাগুয়া ও কোস্টারিকা উপকূলের দিকে ধাবিত হতে থাকে।

হারিকেন ওটটো’র আঘাতের আশঙ্কায় কোস্টারিকান উপকূল থেকে হাজার-হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।