পায়রা বিদ্যুৎ কেন্দ্রর চুক্তি ২৯ মার্চ

সমুদ্র উপকূলের পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র স্থাপনের চুক্তি হচ্ছে আগামী ২৯ মার্চ।

বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কোম্পানি এই কেন্দ্র স্থাপন করবে।
বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম এনার্জি বাংলাকে বলেন, সকল বিষয় দরকষাকষি শেষ হয়েছে। এখন চূড়ান্ত চুক্তি হবে। বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করবে চীনা নির্মাতা প্রতিষ্ঠান এনইপিসি।
এই বিদ্যুৎ কেন্দ্র করার জন্য চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) আর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি সমান অংশীদারের ভিত্তিতে যৌথভাবে কোম্পানি গঠন করে। যার নাম রাখা হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। এই কোম্পানিটি পায়রা বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে। এখানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং সিএমসি ৩০ ভাগ অর্থ বিনিয়োগ করবে। বকি ৭০ শতাংশ ঋণ নেয়া হবে। সিএমসি দেশের একমাত্র তাপ বিদ্যুত কেন্দ্র বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট নির্মাণ করেছে। বড়পুকুরিয়ার বিদ্যুত কেন্দ্রটি সাব ক্রিটিক্যাল হলেও পটুয়াখালীর বিদ্যুত কেন্দ্র হবে সর্বাধুনিক প্রযুক্তির।

বিদ্যুত কেন্দ্রটি পটুয়াখালীতে পায়রা সমুদ্রবন্দরের পাশে নির্মাণ করা হবে। এখানে প্রতি কিলোওয়াট/আওয়ার (ইউনিট) বিদ্যুতের উৎপাদন খরচ আনুমানিক সাড়ে ছয় টাকা হবে।
দরপত্রের শর্ত অনুযায়ী আলাদা করে অর্থায়ন চুক্তি হওয়া পর্যন্ত কাজ শুরু করতে অপেক্ষা করা লাগবে না। চুক্তির সাথে সাথে নির্মাণ শুরু করতে হবে। চুক্তির আগে অন্ত ২৫ ভাগ কাজ করতে পারবে।