পারটেক্স ক্যাবলস নারায়ণগঞ্জে নতুন কারখানা খুলল
পারটেক্স ক্যাবলস লিমিটেড নারায়ণগঞ্জে নতুন কারখানা স্থাপন করেছে।
শনিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কারখানার উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় এই কারখানা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স গ্রুপের চেয়ারম্যন এম এ হাশেম, চেয়ারপার্সন সুলতানা হাসেম এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী।
এটা নিয়ে পাটেক্সের ৭০টা কারখানা হলো। বিদ্যুৎ উৎপাদনের সাথে তাল মিয়ে দেশের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ক্যাবল উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।