পার্বত্যাঞ্চলে সৌর প্যানেল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্যাঞ্চলে সৌর প্যানেল বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কিছু এলাকায় সৌর বিদ্যুৎ প্যানেল সরবরাহের তালিকা প্রস্তুত করার সময় অবৈধ উপায়ে অর্থ বিনিময় হয়েছে।
পার্বত্য অঞ্চলে সৌর প্যানেল বিদ্যুৎ বিতরণে অবৈধভাবে অর্থ প্রদানকারী ও অর্থ গ্রহণকারী উভয়কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মঙ্গলবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, যেখানে প্রধানমন্ত্রী পার্বত্যের দুর্গম এলাকাবাসীর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সৌর প্যানেল বিতরণের নির্দেশ দিয়েছেন। সেখানে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি যথাসময়ের মধ্যে গুণগতমান অক্ষুন্ন রেখে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।
দুর্গম ও প্রত্যন্ত পার্বত্যবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে সৌর প্যানেল দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে। জুন মাসের মধ্যে ৪২ হাজার ৫০০ পরিবারের মধ্যে সৌর প্যানেল বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।