পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনেটের উৎপাদন শুরু
পটুয়াখালীর পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। বুধবার বিকালে এই উৎপাদন শুরু হয়।
পায়রায় ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর প্রতিটির ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন ১৪ই মে শুরু হয়। আর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল ১৩ই জানুয়ারি। দেশের প্রথম আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এটি।
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় পুরোপুরি উৎপাদন সম্ভব নয়। এখন ক্ষমতার অর্ধেক উৎপাদন হবে। গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে। তখন পুরো উৎপাদন হবে।