পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে
আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি ধর্মঘট।
১২ দফা দাবিতে সারা দেশে এই ধর্মঘট চলছে। বিকাল ৩টা পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটে পেট্রোল পাম্প বন্ধ আছে। কোন জ্বালানি তেল বিক্রি বা পরিবহন হচ্ছে না।
পেট্রোল পাম্প গুলোতে তেল নিতে গিয়ে ফিরে আসতে হয়েছে যান চালকদের। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে।
সওজ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, ট্যাংক লরীকে আলাদা প্রতিষ্টান ঘোষণা, তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরী ভাড়া বাড়ানো, ঠ্যাংক লরী ম্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা করা, ইভাপোরেশনাল ও পরিচালনা লোকসান যৌক্তিক পর্যায়ে নির্ধারনের দাবি জানানো হয়েছে।