প্রকল্প বাস্তবায়নে সময় নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক সময় নষ্ট করা যাবে না। ২০১৮ সালের মধ্যে সারাদেশে বিদ্যুতায়নের উদ্যোগ নিয়েছি। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
প্রতিমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে পিডিবি‘র চেয়ারম্যান শামসুল হাসান মিয়া উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জার্মান আমাদের পরীক্ষিত বন্ধু। মানব সম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি, লোড ডেসপাচ সেলার, ডিজিটালাইজেশন, ইপিসি, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ট্রান্সমিশন ইত্যাদি ক্ষেত্রে জার্মান আমাদের অংশিদারিত্বের ভিত্তিতে সহায়তা করতে পারে। জার্মানের কাছে আমরা কারিগরি ও অর্থিক সহযোগিতার সাথে সাথে বাংলাদেশে বিনিয়োগও চাচ্ছি।
তিনি এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনেও জার্মানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা সোলার পার্ক করতে যাচ্ছি কেননা আগামীর জ্বালানি হবে নবায়নযোগ্য জ্বালানি।
জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মান কোম্পানি সিমেন্স সেই ৬০ দশক থেকেই বাংলাদেশে কাজ করছে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কাম্য নয়। ছোট ছোট বিষয়গুলো পরিহার করাই বাঞ্ছনীয়। জার্মান বাংলাদেশের অবকাঠামো নির্মাণসহ জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, আমরা উভয় পক্ষ মিলে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করতে পারি।