প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট: প্রধান ও নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হক এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আবুল হাসেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী আব্দুল খালিক জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ইকরামুল হককে শনিবার সন্ধ্যায় এবং আবুল হাসেমকে রোববার বরখাস্ত করা হয়।
এর আগে শনিবার বিকেলে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে আরইবি।
শনিবার সকালে কৃষি বিশ্ববিদ্যালয়ের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে কয়েকটি স্থাপনা উদ্বোধনের সময় সকাল সোয়া ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ১০ মিনিট বিদ্যুৎহীন থাকায় অনুষ্ঠানও কিছুক্ষণ বন্ধ থাকে।