প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাংকের ঋণ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণসহ তিন প্রকল্পে বাংলাদেশকে প্রায় ১১০ কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক।
বুধবার বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকদের এক সভায় বিষয়টি অনুমোদন হয় ।বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
অন্য দু’টি প্রকল্প হলো-প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) একং অতিদরিদ্রদের জন্য আয় সহায়তা প্রকল্প (আইএসপিপি)।
এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ (এমডিএসপি) প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৫৫২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিদ্যমান ৪৫০টি আশ্রয়কেন্দ্র সংস্কার এবং উপকূলীয় ৯টি জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নেওয়া প্রকল্পটি বর্তমানে চালু আছে। পিইডিপি-৩ প্রকল্পের লক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার ৯৮ শতাংশ এবং প্রাথমিক শিক্ষা সমাপনকারী শিশুর হার ৮০ শতাংশে উন্নীতকরণ। এর আওতায় শিক্ষাবছরের প্রথম মাসে ৯০ শতাংশ শিশুর হাতে নতুন বই পৌঁছানো এবং শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়টিও রয়েছে।
এছাড়া আইএসপিপি প্রকল্পের আওতায় দেশের ৪২ উপজেলার ২৭ লাখ অতিদরিদ্র জনগণ সুফল পাবেন। এসব উপজেলার অতিদরিদ্র ৬ লাখ মাকে শিশুদের পুষ্টি ও মেধাবিকাশমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে প্রকল্পটির আওতায়। জালিয়াতি রোধে এ সহয়তা পোস্ট অফিসের মাধ্যমে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে চলে যাবে।
প্রকল্প তিনটি বিশ্বব্যাংকের দরিদ্রদের জন্য সুযোগ তৈরি প্রচেষ্টার শক্তিশালী পরিপূরক হবে মন্তব্য করে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, এসব প্রকল্প বাংলাদেশি শিশুদেরকে তাদের মেধার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবে।