প্রি-পেইড মিটার স্থাপনে চুক্তি
আবাসিক গ্রাহক সেবার মান উন্নয়ন এবং গ্যাস অপচয় রোধ করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জিওবি এর আর্থিক সহযোগিতায় “সাপ্লাই ইফিসিয়েন্সী ইম্প্রুভমেন্ট অব তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি” শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা শহরের ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় টার্ণ-কী ভিত্তিতে ৮,৬০০টি আবাসিক প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার তিতাস গ্যাস এবং ইটরন মিটারিং সিস্টেম সিঙ্গপুর এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি আগামী বছরের মার্চের মধ্যে এই মিটার স্থাপনের কাজ শেষ হবে।
তিতাস গ্যাসের কোম্পানী সচিব মোশতাক আহমদ এবং ইটরনের সিনিয়র ডিরেক্টর (সেলস) ম্যালকম মুনরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলামসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।