ফিজিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ফিজিতে ৭.২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা) ভূমিকম্পটি ফিজির মূল দ্বীপের নাদি শহরে আঘাত হানে। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান। খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্র উপকূল থেকে ২৮৪ কিলোমিটার দূরে। এই উৎপত্তিস্থলের ৩শ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা পৌনে ১১টার সময় বিপদজনক সুনামি আঘাত হানতে পারে ফিজির উপকূলে। সেন্টার থেকে বলা হয়েছে, স্বাভাবিক মাত্রার চেয়ে এক ফুট থেকে তিন ফুট পর্যন্ত বেশি উঁচু ঢেউ আঘাত হানতে পারে উপকূলে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকির মুখে থাকা উপকূলীয় এলাকার জন্য দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর এখনই সবাইকে এই ঝুঁকির বিষয়ে অবগত করা উচিত এবং এ সম্পর্কিত নির্দেশনা দেওয়া উচিত। তাদের জন্য উচিত হবে ওইসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া।