ফেনীতে ১২শ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ
ফেনী সদর উপজেলার ১৩টি গ্রামের এক হাজার ১৭০টি পরিবারকে একসাথে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।রোববার বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
বিদ্যুৎ সংযোগের অধীন গ্রামগুলো হল, বালিগাঁও, আক্রামপুর, কুরুচিয়া, হকদি, চরহকদি, চর হুজুরি, সুন্দরপুর, মরুয়ারচর, ডোমরা, কাতালিয়া, মধুয়াই, বেতাগাঁও ও ধুমসাদ্দা।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু বকর ছিদ্দিকী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
দুই কোটি ৮৭ লাখ ৪৭ হাজার পাঁচশ টাকা ব্যয়ে প্রায় ২০ কিলোমিটার এ লাইন নির্মাণ করা হয়।
সূত্র: বাংলা নিউজ২৪