বইমেলায় পারমাণবিক শক্তি তথ্যনির্ভর বুকলেটের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমির অমর একুশে বইমেলার নজরুল মঞ্চে বাংলা ভাষায় পারমাণবিক শক্তি সংক্রান্ত— বিভিন্ন তথ্য নিয়ে একটি বকুলেটের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রসএটমের এ উদ্যোগে সহায়তা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন; বাংলাদেশ রুশ দূতাবাস এবং ঢাকাস্থ পারমাণবিক শক্তি তথ্য কেন্দ্র। বাংলা ভাষায় পারমাণবিক শক্তি সংক্রান্ত— এটিই প্রথম বিজ্ঞানভিত্তিক বুকলেট।
রসএটমের বাংলাদেশ প্রতিনিধি ফিলিপ কসোভ এবং পারমাণবিক শক্তি তথ্য কেন্দ্রের পরিচালক ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের মহাপরিচালক আরশাদ হোসেন কিছুসংখ্যক বুকলেট শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য দুজন স্কুল শিক্ষকের হাতে তুলে দেন। বুকলেটটি বইমেলার আনন্দ আলো পাবলিকেশন্স (স্টল ২৭৫) থেকে আগ্রহী পরিদর্শনকারীদের মধ্যে থেকে বিনামূল্যে প্রদান করা হবে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান ইশ্বরদীর রূপপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও বুকলেটটি বিতরণ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর বলেন, পারমাণবিক শক্তি বিশ্বে প্রবেশ করতে যাচ্ছি। জনগণকে এ সর্বাধুনিক প্রযুক্তি ও এর নিরাপত্তা সম্পর্কে অবহিত করা প্রয়োজন। শুধু ঢাকা নয়, ইশ্বরদীর স্থানীয় জনগণকেও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে চেষ্টা করছি এবং এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পারমাণবিক শক্তি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, নিরাপত্তা ও পরিবেশবান্ধবতা সংক্রান্ত— সচরাচর জিজ্ঞাসিত ৩০টি প্রশ্ন ও উত্তর রয়েছে বুকলেটটিতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক জ্বালানি ও বিভিন্ন ছবিও আছে এতে।
প্রকাশিত বুকলেটটি ঢাকার বিজয় নগরে অবস্থিত পারমাণবিক শক্তি তথ্য কেন্দ্র পরিদর্শনকারীরা বিনামূল্যে পাওয়া যাবে।