বন্যা কবলিত গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
যমুনার বাঁধ ভাঙা পানির প্রবল স্রোতে বৈদু্যতিক খুঁটি উপড়ে গিয়ে বগুড়ার ধুনট উপজেলায় বন্যা কবলিত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।শুক্রবার মধ্যরাতে পানির স্রোতে উপজেলার চিকাশি গ্রামে একটি বৈদু্যতিক খুঁটি খালের পানিতে ভেসে যাওয়ায় শতাধীক গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট উপজেলার সহকারী জেনারেল ম্যানেজের (এজিএম) শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত জানান, পানির প্রবল স্রোতে একটি খুঁটি উপড়ে গিয়ে চিকাশি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।
বন্যার পানি শুকানোর পর নতুন করে খুঁটি পুঁতে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। গ্রাহকদের অসুবিধার জন্য আপাতত কিছুই করার নেই।