বরিশাল-ভোলায় ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু
বরিশাল-ভোলা ২৩০ কেভি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হয়েছে। এতে বরিশাল, ভোলা ও খুলনাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ উন্নত হবে। এ লাইন দিয়ে ভোলা ২২৫ মেগাওয়াট কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে।
বরিশাল থেকে ভোলা পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার। পিজিসিবি এই লাইন নির্মান করেছে। এতে খরচ হয়েছে ৩৭৬ কোটি টাকা। এছাড়া বরিশালে ২৩০/১৩২ কেভি সাবস্টেশন করতে খরচ হয়েছে ১১৩ কোটি টাকা। এই লাইন করতে তেতুলিয়া ও কালাবদর নদীর ওপরে প্রায় ছয় কিলোমিটার সাতটি উচুঁ টাওয়ার নির্মাণ করতে হয়েছে। প্রতিটি টাওয়ারের উচ্চতা ৪৩০ ফুট।
২৩০ কেভি ডাবল সার্কিট লাইনটি দিয়ে ৭০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পরিবহন করা যাবে। বর্তমানে নির্মিত গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা ৫৪০ মেগাওয়াট।
বরিশাল-ভোলা ২৩০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প পরিচালক মৃনাল কান্তি পাল জানান, ১৮ জুন বিকাল সাড়ে ৫টায় বরিশাল থেকে প্রথম বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়।
পিজিসিবি’র প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) অরুন কুমার সাহা বলেন, আগে ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনে ভোলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। এতে মাঝেমধ্যে সমস্যা তৈরি হতো। নতুন লাইন চালু হওয়ায় বরিশাল, ভোলা ও খুলনাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও উন্নত হবে।
কম্বাইন্ড সাইকেল ভোলা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২২৫ মেগাওয়াট। বর্তমানে সিম্পল সাইকেল চালু করে ১৪০ মেগাওয়াট উৎপাদন শুরু হয়েছে। আগামী অক্টোবরে এ কেন্দ্রের কম্বাইন্ড সাইকেলও চালু হবে।