বাংলাদেশেই তৈরি হবে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার: হচ্ছে যৌথ কোম্পানি
বাংলাদেশে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বানাতে কারখানা স্থাপন করা হচ্ছে। এজন্য চীনের সাথে যৌথভাবে কোম্পানি গঠন করা হবে।
কোম্পানি গঠন করতে দুই কোম্পানির মধ্যে রোববার বিদ্যুৎভবনে চুক্তি করা হয়েছে।
ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউমন কোম্পানি লি. (ওজোপাডিকো), বাংলাদেশ এবং হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লি. চায়না যৌথভাবে এই কোম্পানি গঠন করবে।কোম্পানির নাম হবে ‘বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লি.’। কোম্পানিতে ওজোপাডিকো’র ৫১ ভাগ এবং হেক্সিং ইলেকট্রিক্যাল এর ৪৯ ভাগ অংশ থাকবে।খুলনায় এই কারখানা স্থাপন করা হবে। এতে অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৮ কোটি ৬০ লাখ টাকা।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চুক্তিতে সই করেন হিক্সিং-এর পক্ষে চেয়ারম্যান ঝু লিয়াং ঝাং ও ওজোপাডিকো‘র পক্ষে কোম্পানির সচিব আব্দুল মোতালেব। ওজোপাডিকো‘র চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসা. মাকসুদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবি‘র চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গুনগতমানের সেবা দিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর আরো আধুনিক হতে হবে। বৈদ্যুতিক আধুনিক সরঞ্জাম নিজেদেরই প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে।বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ঐক্যবদ্ধ চেষ্টা অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, একটা কোম্পানি প্রি-পেমেন্ট মিটার প্রস্তুতে এগিয়ে এসেছে, অন্য কোম্পানিরও এগিয়ে আসা উচিত। যেহেতু সরকারি কোম্পানি আছে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করা সমস্যা হবে না। তিনি বলেন, বিদ্যুৎ খাতে গ্রাহক সেবার মান উন্নত করতে প্রত্যেক গ্রাহককে প্রি- পেমেন্ট মিটারের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। ফলে বাংলাদেশে প্রচুর স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের চাহিদা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে নিজস্ব মিটার উৎপাদনের ব্যবস্থা না থাকায় এখন আমদানি করা হচ্ছে।