বাংলাদেশ নেপাল বিদ্যুৎ বাণিজ্য আলোচনা, ৩রা ডিসেম্বর বৈঠক
বাংলাদেশ নেপাল বিদ্যুৎ বাণিজ্য নিয়ে যৌথ কমিটির প্রথম বৈঠক হতে যাচ্ছে। আগামী ৩ থেকে ৪ঠা ডিসেম্বর কাঠমান্ডুতে এই বৈঠক হবে। দুই দেশের বিদ্যুৎ সচিব এতে নেতৃত্ব দেবেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য এবং নেপালে বিদ্যুৎখাতে বাংলাদেশের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। এছাড়া আলোচ্যসূচিতে নেপাল থেকে ভারতের উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নেয়ার বিষয় রাখা হয়েছে।
নেপালে বিদ্যুৎ উৎপাদন উদ্বৃত্ব। সেই বিদ্যুৎ বাংলাদেশে দিতে ইচ্ছুক নেপাল।
যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠক, নেপাল ও বাংলাদেশের জ্বালানি সচিবদের সহ-সভাপতি এবং যুগ্ম সচিবদের সহ-নেতৃত্বাধীন যৌথ ওয়ার্কিং গ্রুপ 3-4 ডিসেম্বর থেকে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।
নেপালের জ্বালানি সহকারি সচিব গকর্না পান্তা বলেন, আমরা ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করার উপায় খুঁজে বের করার চেষ্টা করব। ভারতের পূর্বের অঞ্চলে বিভিন্ন ট্রান্সমিশন অবকাঠামো ব্যবহার করে বিদ্যুৎ রপ্তানি করার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য ভারতীয় ও বাংলাদেশী কর্তৃপক্ষের সাথে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রতিবেশি দেশ থেকে আমদানি করার পরিকল্পনা করেছে। গত কয়েক বছরের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে এক হাজার ৬০০ মেগাওয়াটের দুটো বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ এই বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে চায়।
এছাড়া নেপালের সুঙ্কোশি নদীর উপর অবস্থিত এক হাজার ১১০ মেগাওয়াট এবং ৫৩৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পেও বাংলাদেশ বিনিয়োগে আগ্রহী।
