আরইবি চেয়ারম্যানের পদোন্নতি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মঈন উদ্দিন পদন্নোতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। এরআগে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। পদোন্নতি পেয়েও তিনি আরইবি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকবেন।
রোববার তাকে এই পদন্নোতি দেয়া হয়েছে।
এ উপলক্ষে বাপবিবোর্ডের পক্ষ থেকে রোববার তাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরইবি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন।
মঈন উদ্দিন ১৯৬১ সালের ২রা জানুয়ারি ফেনী জেলার দাগনভুঁঞা উপজেলার খুশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি গত ২০১১ সালের ২৪শে অক্টোবর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৮৪ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।