বাখরাবাদ ক্ষেত্র থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাসক্ষেত্রর পাঁচ নম্বর কূপ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রোববার এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত ২৬ সেপ্টেম্বর এ কূপটি উন্নয়নের কাজ করে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর জানান, আগে এ কূপটির নিচের স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। উত্তোলন শেষ হয়ে গেলে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, কূপটির ওপরের স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বাপেক্স আবার কূপ খনন করে। এতে মাটির দুই হাজার ৫৬ মিটার গভীরে আরেকটি গ্যাসের স্তর পায়। ওই কূপ থেকেই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ইনচার্জ জাকির হোসেন তরফদার জানান, রোববার দুপুর থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এ কূপটি থেকে পরবর্তীকালে দৈনিক ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার আশা করেন তিনি।
১৯৮৪ সালে বাখরাবাদের পাঁচ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছিল। পরবর্তীকালে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে ১৯৯৭ সালে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন বল্পব্দ করে দেয়া হয়েছিল। নতুন করে এখন আবার কূপ উন্নয়ন করে গ্যাস তোলা শুরু করা হল।