বাতাসে কার্বনের পরিমাণ জানতে নাসার স্যাটেলাইন উৎক্ষেপন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাই-অক্সাইডের মারাত্মক প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলে কি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড আছে তা নির্ধারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি স্যাটেলাইট মঙ্গলবার উৎক্ষেপণ করেছে।
ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর ভ্যান্ডেনবার্গ ঘাঁটি থেকে এ স্যাটলাইন উৎক্ষেপন করা হয়।
স্যাটেলাইটটি প্রতি সেকেন্ডে ২৪টি তথ্য নিরূপণ করতে পারবে। সে হিসেবে প্রতিদিন স্যাটেলাইটটি ১০ লাখ তথ্য নিরূপণ করবে। তবে এক্ষেত্রে প্রধান বাধা মেঘ। কারণ, হালকা মেঘেও এর তথ্য নিরূপণ বাধাপ্রাপ্ত হতে পারে।
সূত্র: এএফপি