বিদ্যুৎ উৎপাদনে আবার রেকর্ড

বিদ্যুৎ  উৎপাদনে আবার রেকর্ড  হয়েছে। শুক্রবার রাত নয়টায় একসাথে সাত হাজার ৪১৮ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন হয়েছে। যা ছিল এযাবতকালের সর্বোচ্চ উৎপাদন।
পিডিবি সূত্র জানায়, তেল চালিত বিদু্যৎ কেন্দ্র চালু রাখা এবং বিদু্যৎ উৎপাদনে বেশি গ্যাস দেয়ার কারণে উৎপাদন বেশি হয়েছে।
পিডিবি’র হিসাবে গতকাল দেশের কোথাও বিদু্যতের লোডশেডিং ছিল না।
এরআগে ১৬ই জুলাই রাত নয়টায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৪০৩ মেগাওয়াট। তারআগে ১৫ই জুলাই সাত হাজার ৩৭১ মেগাওয়াট। এবছর ৩০ শে মার্চ সন্ধ্যায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৩৫৬ মেগাওয়াট।