বিবিয়ানা-২ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে

জ্বালানির দাম কমায় বিবিয়ানা-২ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, গতবছর প্রতি ইউনিট (এক কিলোওয়াট) বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল ছয় টাকা ২৭ পয়সা। এ বছর তা পাঁচ টাকা ৮০ পয়সা হয়েছে।
৩৪১ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৯৩ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে।আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) নীতিমালার আওতায় কেন্দ্রটি নির্মিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট ও জেনারেল ইলেকট্রিক (জিই) এনার্জি, যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে। এই কেন্দ্রের ৮০ শতাংশের মালিকানা সামিটের। ২০ শতাংশ জিই এনার্জির। কেন্দ্রটির গ্যাস টারবাইনসহ প্রধান যন্ত্রপাতি সরবরাহ করেছে জিই। এগুলো তাদের তৈরি সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ভাষায় যা ‘নাইন এফএ’ নামে খ্যাত।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন ছিল তাঁর কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।