বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল সব বিতরণ কোম্পানি
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সকল বিতরণ কোম্পানি।
মঙ্গলবার ও বুধবার সকল বিতরণ কোম্পানি পর্যায়ক্রমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) তাদের প্রস্তাবে নিদির্ষ্ট পরিমানে দাম বাড়ানোর কোন কথা বলা হয়নি। শুধু পাইকারি পর্যায়ে পিডিবির দাম বাড়ানো হলে সেই পরিমান দাম বাড়াতে বলা হয়েছে।
বিইআরসিতে পাঠানো প্রস্তাবে এই দুই সংস্থা জানিয়েছে, বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানো হলে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। এখন লাভ হচ্ছে না তবে লোকসানও হচ্ছে না।
বিইআরসি সদস্য মিজানুর রহমান এনার্জি বাংলাকে বলেন, সব বিতরণ কোম্পানির প্রস্তাব পাওয়া গেছে। এগুলো যাচাই বাছাই করে দেখা হবে গ্রহনযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হয় তবে আমলে নেয়া হবে। না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।
২০১৭ সালের ২৩ শে নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে পিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়ার পর বিতরণ কোম্পানিগুলোও দাম বাড়ানোর প্রস্তাব দিল।