বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব
বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এই প্রস্তাব পেয়েছে বলে জানা গেছে।
প্রতি ইউনিট (কিলোওয়াট আওয়ার) ১৫ ভাগ হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। বর্তমানের প্রতি ইউনিট চার টাকা ৮৭ পয়সা থেকে ৭২ পয়সা বাড়িয়ে পাঁচ টাকা ৫৯ পয়সা করতে বলা হয়েছে।
বিদ্যুতে ব্যবহার করা গ্যাসের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। বিদ্যুতে ১২ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আর এজন্যই নতুন করে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে বলে পিডিবি জানিয়েছে।
পাইকারি পর্যায়ে দাম বাড়লে স্বাভাবিভাবেই ভোক্তা পর্যায়েও দাম বাড়ানোর প্রস্তাব আসবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে যখন উৎপাদন খরচ কমেছিল তখন দাম কমানোর কোন প্রস্তাব পিডিবি করেনি।