বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

ছয় উপজেলার শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও নরসিংদীর পলাশের শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আশা করি, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। তাতে বিলও আপনাকে কম দিতে হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ সুবিধা দেয়ার এই কাজ সম্পন্ন হয়েছে। এই ছয় এলাকায় গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন।
বিদ‌্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা করছেন, ২০১৮ সালের মধ্যেই ৯৫ শতাংশ জায়গায় বিদ্যুতায়ন করা সম্ভব হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ‌্যমে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহককে বিদ্যুৎ দেয়া হচ্ছে বলে জানান তিনি।
সরকার ‘২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ’ রূপকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এ বছরের মধ্যে দেশের ৭৬ শতাংশ গ্রাহক বিদ্যুৎ-সংযোগের আওতায় আসবে। আগামী বছরের মধ্যে বিদ্যুৎ-সংযোগের আওতায় আসা গ্রাহকের সংখ্যা হবে ৮৭ শতাংশ। ২০১৮ সালে হবে ৯৫ শতাংশ।
সরকারের রূপকল্প বাস্তবায়ন কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আরইবির। গ্রামাঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আরইবি গত এক বছরে (২০১৫-১৬) ৩৭ লাখ নতুন গ্রাহককে সংযোগ দিয়েছে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী এক বছরে আরও ৩০ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হবে। ৯৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এর অংশ হিসেবে এ বছর, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে ২৮টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে বিদ্যুৎ বিভাগ জানায়।
বর্তমানে সারা দেশে আরইবির ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মোট গ্রাহকসংখ্যা ১ কোটি ৫৮ লাখ, যা দেশের মোট গ্রাহকসংখ্যার (২ কোটি ১৮ লাখ) ৭২ শতাংশ। ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত আরইবি নতুন গ্রাহক সংযোগ দিয়েছে প্রায় ৮৪ লাখ। ফলে আরইবির বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে ৪ হাজার ৪০০ মেগাওয়াট।