বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে আবার রেকর্ড হয়েছে। শনিবার রাত ৯টায় নয় হাজার ৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এখন পর্যন্ত একসঙ্গে এই পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়নি। এর আগে গত ১৮ এপ্রিল নয় হাজার ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
পিডিবি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ ও তেলচালিত সকল বিদ্যুৎকেন্দ্র চালু রাখার কারণে এই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।
পিডিবি জানায়, গতকাল দেশের কোথাও বিদ্যুতের লোডশেডিং ছিল না। চাহিদা অনুযায়ি পুরো বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।