বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইনের সময় বাড়ছে
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনা প্রতিযোগিতায় কেনাকাটার সুযোগ দিতে বিশেষ আইন আরও চার বছর বাড়ানো হচ্ছে।
রোববার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিলটি পরীক্ষা করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
২০১০ সালে আইনটি করা হয়েছিল। এরপর দুই দফায় সংশোধন করে আইনটির মেয়াদ চার বছর বাড়ানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নসরুল হামিদ বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এখনো পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। বিদ্যুৎ ও জ্বালানির চলমান ঘাটতি পূরণের লক্ষ্ আরও কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। সে জন্য আইনটির মেয়াদ বাড়ানো প্রয়োজন।